দুই ভাই হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।

আদালতে পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০১৬ সালের ২৫ এপ্রিল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক স্কুলছাত্রীকে ইভটিজিং করেন কয়েকজন যুবক। এসময় প্রতিবাদ করায় তারা দুইভাইকে পিটিয়ে হত্যা করেন। এর পরদিন নিহতের ভাই জাকারুল ইসলাম বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকারদের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন