নিউজ ডেস্ক : পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত দুইটি কোম্পানির সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। জানিয়েছে। ওইদিন সমাপ্ত বছরের জন্য কোম্পানি দুইটির পক্ষ থেকে লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
বুধবার (১৭ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হলো-গ্লোবাল ইন্স্যুরেন্স ও প্রভাতি ইন্স্যুরেন্স।
গ্লোবাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সভা আগামী ২৩ মে দুপুর ২টা ৩০ মিনিটে এবং প্রভাতি ইন্স্যুরেন্সের ২৪ মে বিকেল ৩টায় শুরু হবে। সভায় কোম্পানির সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর, ২০২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে প্রকাশ করা হবে।