দুই দশক পর জয়ন্ত চট্রোপাধ্যায়ের একক আবৃত্তি

পপুুলার২৪নিউজ , রাজু আনোয়ার:

দুই দশক পর একক আবৃত্তি নিয়ে মঞ্চে আসছেন শিল্পের প্রাণ পুরুষ জনপ্রিয় আবৃত্তি ও অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। আগামীকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হবে এ আয়োজন। ‘অরূপ তোমার বাণী’ শিরোনামে আয়োজনটি সাজিয়েছে আবৃত্তি সংগঠন ‘হরবোলা’।

আবৃত্তি সংগঠন ‘হরবোলা’র দু’দশক পূর্তিতে ‘হরবোলার এক কুড়ি’ শিরোনামে বছরব্যাপী যে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এটি সেই অনুষ্ঠানেরই একটা অংশ।

‘হরবোলা’র পরিচালক মজুমদার বিপ্লব জানান, ‘পুরো আয়োজনটি টিকিটের বিনিময়ে উপভোগ করতে পারবেন দর্শক-শ্রোতা। টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ ও ১০০ টাকা। সন্ধ্যা সাড়ে ৭টায় আবৃত্তি অনুষ্ঠানটি শুরু হবে।

জয়ন্ত চট্টপাধ্যায়ের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যেই আবৃত্তি অঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। উৎসাহ দেখা দিয়েছে আবৃত্তিপ্রেমী সাধারণ দর্শকের মধ্যেও।

 

 

পূর্ববর্তী নিবন্ধবিএনপি সব সময় আলোচনায় আগ্রহী : ফখরুল
পরবর্তী নিবন্ধনজরুল সম্রাজ্ঞী ফিরোজা বেগমের শুভ জন্মদিন কাল