দুই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু  

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল সোয়া ৯টার দিকে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে এ নৌ পথে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

এর আগে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে চারটি ফেরি।

এদিকে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের জন্য দক্ষিণাঞ্চলের ২১ জেলা থেকে আসা যানবাহনের কিছুটা চাপ পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সোয়া ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। নদী পারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।

পূর্ববর্তী নিবন্ধইসরাইলি হামলায় ফিলিস্তিনি নারী নিহত
পরবর্তী নিবন্ধমগবাজারে বিকল ট্রাকে দুই ট্রেনের ধাক্কা