দীপিকার মদের পার্টির ভিডিও ভাইরাল

পপুলার২৪নিউজ ডেস্ক:করোনার দিনগুলোতে ঘরে বন্দি হয়ে দুশ্চিন্তার মধ্যে কাটছে মানুষের সময়। এই সময় পুরোনো দিনের আনন্দের থাকার মুহূর্তগুলোকে মনে করে অনেকেই ভালো থাকার চেষ্টা করছেন। বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোনও তার ব্যতিক্রম নন।

সম্প্রতি প্রকাশ হয়েছি মেট গালার লাল গালিচা অনুষ্ঠানের বাইরে প্রাইভেট পার্টির বেশ কিছু ছবি। এই ছবিতে দেখা যাচ্ছিলো বলিউডডে প্রথম সারির নায়িকাদের। প্রিয়াঙ্কা চোপড়া কিংবা দীপিকা পাডুকনের মতো তারকারাও সেখানে হাজির ছিলেন।

সেই পার্টির নতুন এক ভিডিও দিয়ে এবার আলোচনায় দীপকিা। সেই পার্টির একটি ভিডিওতে দেখা যাচ্ছে মদের চুমুকে মেতে আছেন চেন্নাই এক্সপ্রেস খ্যান নায়িকা। ভিডিওটি প্রকাশ হতে না হতেই ভাইরাল হয়ে গেছে।

শুটিংয়ের ফাঁকে প্রিয়াঙ্কা, দীপিকারা যেতেন সেই পার্টিতে। করোনার কারনে এই বছর আর সেই আসর বসেনি। তাই ঘরে বসে সেসব দিনের ছবি ও ভিডিও শেয়ার করে চলেছেন তারকারা।

 

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের ২ বছর আজ
পরবর্তী নিবন্ধকরোনা থেকে বাঁচতে পরিবার নিয়ে ভারত ছাড়লেন সানি লিওন