দিলকুশায় রূপালী ব্যাংকের নিজস্ব ব্র্যান্ডের ATM বুথ ও প্রধান কার্যালয়ের সামনে ডিজিটাল ডিসপ্লে বোর্ড উদ্বোধন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

সোমবার (০৯.০৪.২০১৮) রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে নিজস্ব ব্র্যান্ডের ATM বুথ ও প্রধান কার্যালয়ের সামনে ডিজিটাল ডিসপ্লে বোর্ড উদ্বোধন করা হয়। ATM ও POS নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় ব্যাংকের নিজস্ব ব্র্যান্ডের এটিএম বুথ সার্ভিস উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান, ব্যাংকের পরিচালক মহিউদ্দিন ফারুকী, আবু সুফিয়ান ও আব্দুল বাসেত খান । পরে প্রধান কার্যালয়ের সামনে ডিজিটাল ডিসপ্লে বোর্ড উদ্বোধন করা হয়। এ সময় এমডি আতাউর রহমান প্রধান বলেন, ব্যাংকের ৫৬৩ টি শাখার গ্রাহকদের এটিএম সার্ভিসের আওতায় আনা হয়েছে। গ্রাহকদের আধুনিক সেবা প্রদানের লক্ষে ২০১৮ সালের মধ্যে সারাদেশে পর্যাপ্ত পরিমাণে নিজস্ব ব্রান্ডের ATM বুথ স্থাপন করা হবে। সকল শাখা থেকে এটিএম কার্ড ইস্যু করা হবে এবং গ্রাহকগণ সংশ্লিষ্ট শাখা থেকে এই কার্ড সংগ্রহ করতে পারবেন। এটি দিয়ে দেশের অভ্যন্তরে ব্যাংকের নিজস্ব বুথসহ সকল ব্যাংকের সকল বুথে লেনদেন করা যাবে । উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসনে আলম, মো. মোরশেদ আলম খন্দকার, কামরুজ্জামান চৌধুরী, মহাব্যবস্থাপক মো. কাইসুল হক, বিষ্ণু চন্দ্র সাহা, মাঈন উদ্দিন, অরুণ কান্তি পাল, এবনুজ জাহান, শফিকুল ইসলামসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
পরবর্তী নিবন্ধঘর ভাঙলো ইমরান এইচ সরকারের