দিরাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১, আহত ৩০

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে মেঘনা বারোঘর জলমহাল নিয়ে ভাটিপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার দুপুরে ঘন্টাব্যাপী এ সংঘর্ষে ভাটিপাড়া গ্রামের আব্দুস শহীদের ছেলে রুহেদ মিয়া (৪৪) নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেঘনা বারোঘর জলমহালের দখল নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক প্রদ্বীপ রায় ও আওয়ামী লীগ নেতা কাজলনূরের মধ্য বিরোধ চলে আসছিলো। এর জের ধরে ভাটিপাড়ার ইউনিয়নের চক্করের মাঠে ঘন্টাব্যাপী সংঘর্ষে সুয়েদ মিয়া (৪০), জসিম( ২৮), ফয়জুল (৪২), অন্তর (২০), সুজানুর (২৫), ফাহিন রহমান (৩০), মিলন (২০), নাদের মিয়া (৩৫), ওয়াছিনুর (২৫), মেহেরাজ (২০), মরি (৩০), সানোয়ার (৩৫), আকবর (৩০) ও আনোয়ার হোসেন (৩০) আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সংঘর্ষে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপিত
পরবর্তী নিবন্ধছাতক-দোয়ারায় ইউপি নির্বাচনে সুবিধায় বিদ্রোহী ও বিএনপির প্রার্থী