দিনে তাপমাত্রা বাড়বে না, থাকবে ঠান্ডা

নিজস্ব প্রতিবেদক:

আজ মঙ্গলবার সকাল থেকেই কুয়াশা ঘিরে ধরেছে রাজধানীর চারপাশ।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ‘রাতের তাপমাত্রা একটু বেড়েছে। কুয়াশার কারণে দিনের তাপমাত্রা বাড়বে না। দিনে ঠান্ডার অনুভূতিটা থাকবে। সারাদেশেই এই কুয়াশা রয়েছে।’

তিনি বলেন, ‘আজকের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগ এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।’

আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, বুধ ও বৃহস্পতি রাত ও দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে। তারপরের ৫ দিনের শেষের দিকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্ববর্তী নিবন্ধরাতে রেলস্টেশনে শতবর্ষী মাকে ফেলে পালালেন সন্তানরা
পরবর্তী নিবন্ধযুদ্ধাপরাধী কায়সারের মৃত্যুদণ্ড আপিলে বহাল