দিনের প্রথম আঘাত হানলেন শরিফুল ইসলাম

স্পোর্টস ডেস্ক : সকাল থেকেই দুর্দন্ত ব্যাটিং করছিলেন হ্যারি ট্যাক্টর এবং পিটার মুর। তবে ১৬ রানে থামতে হয়েছে মুরকে। আক্রমণে এসে নিজের দ্বিতীয় ওভারেই এই ব্যাটারকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। এই পেসারের করা ৩৩তম ওভারের প্রথম বলটি খানিকটা খাটো লেন্থে ছিল। সেখানে পুল করতে গিয়ে উইকেট কিপারের হাতে ধরা পড়েছেন মুর।

দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ৫ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫১ রান। ট্যাক্টর উইকেটে আছেন ২৫ রান নিয়ে, অপর অপরাজিত ব্যাটার টাকারের সংগ্রহ ১ রান। ৫ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের চেয়ে এখনও ইনিংস এবং ১০৩ রানে পিছিয়ে আছে আইরিশরা।

এর আগে তৃতীয় দিনের শুরুটা দারুণ করেছিল আয়ারল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ট্যাক্টর এবং মুর দেখে-শুনে ভালোই খেলছিলেন। ঠাণ্ডা মাথায় শুরুর প্রায় এক ঘন্টা কাটিয়ে দিয়েছিলেন তারা। এই দুইজনের ব্যাটে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা ছাপিয়ে অন্তত লজ্জা এড়ানোর স্বপ্ন দেখছিল দল।

নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রান তুলেছি আয়ারল্যান্ড। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মুশফিক-সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৬৯ রান তোলে অলআউট হয়।

 

পূর্ববর্তী নিবন্ধআল-আকসায় ফের হামলা ইসরায়েলের, পশ্চিম তীরজুড়ে সহিংসতা
পরবর্তী নিবন্ধদক্ষিণী ছবি নিয়ে আগ্রহ নেই সাইফ আলী খানের