দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে টানা দুই দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ সকাল ৬ টায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগের দিন সন্ধ্যায় বৃষ্টির পরিমাণ ছিলো ৪১ মিলিমিটার।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, শনিবার রেকর্ডকৃত বৃষ্টির পরিমাণ সৈয়দপুরে ৩৫, রাজশাহীতে ৩০, নওগাঁয় ৩৩, খুলনায় ৬৮, রংপুরে ৫৫, ডিমলায় ৫৫ ও কুড়িগ্রামে ৫০ মিলিমিটার।