দিনাজপুরে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৯৭ শতাংশ। গতকাল একই সময় তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

এদিকে, হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। ঘন কুয়াশায় সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।

পূর্ববর্তী নিবন্ধবেনাপোল এক্সপ্রেস আজ থেকে আবার চালু
পরবর্তী নিবন্ধক্রিশ্চিয়ান ঐতিহ্য অনুসরণ করে বিয়ে করলেন আমির কন্যা