দিনাজপুরে বন্যার্তদের ত্রাণ দিল ইস্ট ওয়েস্ট মিডিয়া

পপুলার২৪নিউজ ডেস্ক:

দিনাজপুর জেলা সদরের পৌর শহরের বন্যাকবলিত বাসিন্দাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইস্ট ওয়েস্ট মিডিয়া। বুধবার সকালে প্রায় ১১০০ বন্যার্তের মাঝে  চাল, চিড়া, গুড়, বিস্কুট স্যালাইন দিয়াশলাই এবং নাপা ট্যাবলেটসহ এসব প্যাকেটজাত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

শহরের সুইহারি নভারা মিশনসংলগ্ন মির্জাপুর মহল্লার প্রতিসংঘ ক্লাব মাঠে সুইহারি, মির্জাপুর, নয়নপুর, গোসাইপুর, গোবরাপাড়া বালুবাড়ী শেখপুর বাঙ্গীবেচার ঘাটসহ বিভিন্ন মহল্লার ক্ষতিগ্রস্ত দরিদ্র বাসিন্দাদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে শেখপুরা ইউনিয়নের শহীদ জমির উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে দ্বিতীয় দফায় পাঁচ শতাধিক ব্যক্তির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এ ছাড়া অতিদরিদ্র বয়স্ক নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

বন্যার্তদের জন্য দেশের শীর্ষস্থানীয় বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেয় ইস্ট ওয়েস্ট মিডিয়ার কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও রেডিও ক্যাপিটাল। ত্রাণ বিতরণ কার্যক্রম সরাসরি সম্প্রচার করেছেন নিউজ টুয়েন্টিফোরের ভ্রাম্যমাণ ইউনিটের সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধ‘বিচারপতিদের ঘাড়ে সওয়ার হয়ে বিএনপি ষড়যন্ত্র করছে’
পরবর্তী নিবন্ধপল্লীবিদ্যুৎ প্রায় ২ কোটি গ্রাহককে সংযোগের আওতায় আনছে