পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
দিনাজপুর শহরের ফুলতলা শ্মশানঘাট মন্দির থেকে কালি প্রতিমার মাথা কেটে পুলহাট এলাকায় আরেকটি মন্দিরে ফেলে রাখার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে একটি হাসুয়াসহ আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। গত শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে। আজ শনিবার সকালে তাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি সেনাবাহিনী এবং র্যাবে কর্মরত ছিলেন। তাকে চাকুরিচ্যুত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক রেদওয়ানুর রহিম।
পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রাতে ফুলতলা শ্মশানঘাটে কালিমন্দিরে প্রতিমার মাথা কেটে নেওয়ার আগে সেখানে স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যদের হুমকি দিয়েছিল আটক চাকুরিচ্যুত ওই সৈনিক। প্রতিমার মাথাটি এক কিলোমিটার দূর পুলহাট এলাকায় আরেকটি মন্দিরে নিয়ে যেতে মোটরসাইকেল ব্যবহার করছে সে। অভিযান চালিয়ে তাকে ধারালো অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তির নাম বাপ্পি শাহরিয়ার। সে শহরের পুলহাট মহল্লার মৃত মকবুল হোসেনের ছেলে। মানসিক রোগী হওয়ার কারণে তাকে সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত করা হয়েছিল।
এ ব্যাপারে জরুরি মিটিং করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।