দিনাজপুরে তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় মা-মেয়ে নিহত

জেলা প্রতিনিধি:

ঈদের ছুটিতে মোটরসাইকেলে সপরিবারে বাড়ি যাওয়ার পথে তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় বাবা-ছেলে আহত হয়েছেন।

বুধবার (৬ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিরল উপজেলার তেঘরা দারুল হাদীস সালাফিয়্যাহ মাদরাসার প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইনের স্ত্রী মোছা. ফাইমা বেগম (৩০) ও মেয়ে মোছা. বিউটি (১৩)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ পরিবারের সঙ্গে ঈদ করতে সকালে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে দিনাজপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন মোহাম্মদ হোসাইন। পথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে একটি তেলবাহী ট্যাংকলরি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী ও মেয়ে মারা যান। হোসাইন ও তার ছেলে আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় এবং বাবা-ছেলেকে সদর হাসপাতালে ভর্তি করে।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

পরিদর্শক আরও বলেন, নিহতের স্বজনরা জানিয়েছে, ঈদের ছুটি পেয়ে ভোরে নিজ বাড়ি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন তারা।

পূর্ববর্তী নিবন্ধবৈশ্বিক সংকটের মুখে চাল রপ্তানি দ্বিগুণ করছে মিয়ানমার
পরবর্তী নিবন্ধদেশের প্রথম আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধন