পপুলার২৪নিউজ ডেস্ক :
দিনাজপুরে জেএমবির স্থানীয় দাওয়াত-ই আমির সফিকুল ওরফে বক্তা সফিকুলকে (৩২) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি দারুস সালাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গন থেকে তাকে আটক করা হয়।
আটক সফিকুল চিরিরবন্দর উপজেলার রানীপুর মন্ডলপাড়া গ্রামের তোজাম্মেল আমিনের ছেলে।
র্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি খন্দকার গোলাম মোর্তুজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা জেলার চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি দারুস সালাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গন থেকে জেএমবি সদস্য সফিকুলকে (৩২) আটক করে। তার বিরুদ্ধে চিরিরবন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬ (১)/৭/৮/৯ মামলা রয়েছে। ওই মামলার চার্জশিটভুক্ত আসামি সফিকুল দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।
র্যাব আরও জানায়, আটক সফিকুল জেএমবি’র দাওয়াত-ই আমির হিসেবে কার্যক্রম পরিচালনা করতো। এছাড়া তিনি জেএমবি সদস্যদের কাছ থেকে মাসিক চাঁদা আদায় করতেন।