দায়িত্ব নিলেন বিজিএমইএর প্রথম নারী সভাপতি

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রুবানা হক।

শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএর নতুন ভবনে ৩৬তম বার্ষিক সাধারণ সভার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নির্বাচিত অন্য সদস্যরাও এ সময় সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন বর্তমান কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

রুবানা হক মোহাম্মদী গ্রুপ ও নাগরিক টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিজিএমইএ ও এফবিসিসিআইর সাবেক সভাপতি প্রয়াত আনিসুল হকের স্ত্রী।

বিজিএমইএর পরিচালক পদে গত ৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা অঞ্চলে ড. রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত-ফোরাম প্যানেল ২৬টি পরিচালক পদে সবগুলোতেই বিজয়ী হয়। এর আগে চট্টগ্রাম অঞ্চলের ৯টি পরিচালক পদেও একই প্যানেলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

নির্বাচনে জয়ী পরিচালকরা হলেন- রুবানা হক, এস এম মান্নান, ফয়সাল সামাদ, মোহাম্মদ নাছির, আসিফ ইব্রাহিম, আরশাদ জামাল, এম এ রহিম, কে এম রফিকুল ইসলাম, মো. শহীদুল হক, মশিউল আজম, ইনামুল হক খান, মাসুদ কাদের, ইকবাল হামিদ কোরাইশী, নাছির উদ্দিন, কামাল উদ্দিন, সাজ্জাদুর রহমান মৃধা, রেজওয়ান সেলিম, মুনির হোসেন, এ কে এম বদিউল আলম, মিরান আলী, মোহাম্মদ আবদুল মোমেন, মোশারফ হোসেন ঢালী, শিহাব উদ্দোজা চৌধুরী, মহিউদ্দিন রুবেল, শরীফ জহির ও নজরুল ইসলাম।

চট্টগ্রাম অঞ্চলের বিজয়ীরা হলেন- মোহাম্মদ আব্দুস সালাম, এ এম চৌধুরী, এ এম মাহবুব চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন,অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ মুছা ও মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা।

পূর্ববর্তী নিবন্ধবাবাকে বাঁচাতে নিজের লিভার দিলেন মেয়ে
পরবর্তী নিবন্ধশবে বরাতে আতশবাজি ও পটকাবাজি নিষিদ্ধ: ডিএমপি