দারিদ্র বিমোচন ও মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ হলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে: পরিকল্পনামন্ত্রী

সাইদ রিপন:

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সুশাসন নিয়ে সবাই কথা
বলে। আমি মনে করি দারিদ্র বিমোচন সামাজিক সুরক্ষা ও মানুষের দৈনন্দিন
চাহিদা সঠিকভাবে পূরণ হলেই সুশাসন এমনিতেই প্রতিষ্ঠিত হবে।তিনি বলেন,
সঠিক নেতৃত্ব জাতীকে এগিয়ে দিতে পারে কি না সেটা জানা প্রয়োজন। এজন্য এ
বিষয়টির উপর গবেষণা করা দরকার। গত ২০ বছর আগে দেশের উন্নযন এভাবে করা
যাবে, সেটা অনেকে বিশ্বাস করতো না। কিন্তু আমরা সেটা করে দেখাতে পেরেছি।
এটা সত্যিই অলৌকিক। আর এটা সম্ভব হয়েছে সরকারের ধারাবাহিকতা ও সঠিক
নেতেৃত্বের কারণে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে
(বিআইডিএস) আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের অভূর্তপূণ উন্নয়ন এবং চ্যালেঞ্জ
শীর্ষক এক বই প্রকাশনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা
বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, এশিয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর
মনমোহন প্রকাশ, জাপান আন্তর্জাতিক সহযোগীতা সংস্থার (জাইকা) কান্ট্রি
রিপ্রেজেনটেটিভ হিতোয়েসি হিরাতা।

বই সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এডিবির চীফ ইকনোমিস্ট ড.ইয়াসোয়াকী
সোয়াদা। আলোচনায় ছিলেন বিশ্ব ব্যাংকের লীড ইকনোমিস্ট ড. জাহিদ হেসেন,
বিআইডিএসের রিসার্স ডিরেক্টর ড. বিনায়ক সেন এবং ব্রাক ইনস্টিটিউট অব
গর্ভানেন্স ডেভলপমেন্ট (বিআইজিডি) নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের অর্জন অনেক হলেও চার ধরনের চ্যালেঞ্জ
রয়েছে। এগুলো হচ্ছে শহরায়ন দূর্যোগ, অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকি এবং
বৈষম্য অন্যতম ঝুঁকি। অন্যদিকে আশ্চার্যজনকভাবে অগ্রগতির অর্জন হয়েছে-
শিল্পায়ন, অবকাঠামো, ক্ষুদ্র ঋণ এবং নারীর ক্ষমতায়নে।

ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য বিশ্বাস যোগ্যতা
এখন বড় প্রশ্ন? এটা কেবল মানুষে মানুষে নয়, এটা হতে পারে সরকার
প্রতিষ্ঠানগুলোর জন্য। বিশ্বাস যোগ্যতা সুশাসন নিশ্চিত করতে পারে। তবে
আমাদের দেশে বিশ্বাস যোগ্যতায় আমরা অনেক দুরে। যখন কোন বিশ্বাসযোগ্য
ইলেকশন হবে না, একক দল এবং একক সরকার দেশকে নিয়ন্ত্রণ করবে তখন সুশাসন
কিভাবে নিশ্চিত হয়। এদেশের শীর্ষ পর্যায়ের উদ্যোক্তরা এখন সরকারের হাতের
মুঠোয়। এদেরকে সরকারের তোষামোদের প্রয়োজন হয় না। একক দল নিয়ন্ত্রিত শাসন
ব্যবস্থা হওয়ার কারনে অন্যান্য দলগুলোকে তোষামোদ করার প্রয়োজন হয় না।

বিশ্ব ব্যাংকের লীড ইকনোমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, প্রত্যাশার তুলনায়
বাংলাদেশ অনেক এগিয়ে আছে এবং এর অর্জনও ব্যাপক। এ অর্জনগুলোর কারন
বিভিন্ন গবেষনায় উঠে এসেছে। এখন সময় এসেছে অর্জনগুলোকে ভিন্ন দৃষ্টিতে
দেখা। কারণ আমাদের আঙ্খাংকা বেড়েছে, চাহিদা বেড়েছে। আমাদের সমতুল্য অনেক
দেশ যেমন চীন ও ভিয়েতনাম আমাদের চেয়ে বেশি এগিয়ে আছে। উন্নয়নের পথে ওরাকি
কৌশল অবলম্বন করেছে যা আমরা এখন পর্যন্ত করিনি। এ বিষয় গুলোর উপর এখন
দৃষ্টি দেয়া প্রয়োজন।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, গত দশ বছর প্রবৃদ্ধিতে
এগিয়ে আছে বাংলাদেশ। ৯০ দশকের পর থেকে ৬০ শতাংশ দারিদ্র কমিয়ে আনতে সক্ষম
হয়েছে বাংলাদেশ। টেকসই উন্নয়নের পথে এদেশ এখন সঠিক পথে আছে। তবে লেকঅব
স্পোর্ট রপ্তানীর স্বল্পতা পণ্যের বহুমূখীকরণ হচ্ছে বড় আশঙ্খা। জনশক্তির
দক্ষতা বাড়ানো প্রয়োজন। ভোকেশনাল শিক্ষার মাধ্যমে শিক্ষার গুনগত মান
বাড়ানো সম্ভব। প্রান্তিক জনগোষ্ঠিকে উচ্চ অবকাঠামোগত সুযোগ-সুবিধা, গুণগত
স্বাস্থ্যা সেবা দেয়ার মাধ্যমে শহরে আসার পথ বন্ধ করতে হবে। তবে সম্পদের
সুষম বন্টন সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়াকে শিগগিরই বিএসএমএমইউতে নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধনতুন মহাসড়ক নয় নৌ ও রেলের উন্নয়নের দিকে নজর দিন: প্রধানমন্ত্রী