পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ঝালকাঠিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বই উৎসব পালন করছে শিক্ষার্থীরা। বছরের শুরুতেই বিনামূল্যে পাঠ্যবই হাতে পেয়ে আনন্দে মেতে উঠেছে শিশু শিক্ষার্থীরা।
রবিবার সকালে জেলার ৫৭৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন লাখ ৮১ হাজার ৪৬৮টি বই তুলে দেওয়া হয়। সকাল ১০টায় ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়েও এগিয়ে রয়েছে। বাংলাদেশ আজ বিশ্ব সমাজে সমাদৃত জাতি হিসেবে আত্মপ্রকাশে সক্ষম হয়েছে। কিন্তু ২০০১ সালে স্বাধীনতাবিরোধী জোট ক্ষমতায় এসে বাংলাভাইসহ জঙ্গিবাদ সৃষ্টি করে আন্তর্জাতিকভাবে দেশকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছিল। তাদের ধিক্কার জানিয়ে প্রতিহত করারও আহ্বান জানান শিল্পমন্ত্রী।
জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র শর্মা।