দায়িত্ব পালনে কখনো অবহেলা করিনি : সাঈদ খোকন

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে লড়াইয়ে নগরবাসীকে পাশে কামনা করে বর্তমান মেয়র সাঈদ খোকন বলেছেন, বিগত সময়ে দায়িত্ব পালনকালে কখনো আমি অবহেলা করিনি। গত পাঁচ বছরে অনেক কাজ করেছি। এখনো কিছু কাজ বাকি আছে। আগামীতে নির্বাচিত হলে এ কাজগুলো সম্পন্ন করতে চাই।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মেয়র পদে ক্ষমতাসীন দলটির মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খোকন এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, আমার পিতা (ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ) বেঁচে নেই। পিতার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। পিতার অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমার অভিভাবক। তিনি যেটা ভালো মনে করবেন তা-ই করবেন। তার সিদ্ধান্ত আমি মেনে নেব।

আবেগাপ্লুত কণ্ঠে ডিএসসিসির বর্তমান মেয়র বলেন, গত পাঁচ বছর ধরে বিপদে-আপদে আপনাদের পাশে ছিলাম। বর্তমানে রাজনীতিতে একটু কঠিন সময় যাচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন কামিয়াব হতে পারি। দায়িত্ব পালনকালে কখনো আমি অবহেলা করিনি। গত পাঁচ বছরে অনেক কাজ করেছি। এখনো কিছু কিছু কাজ বাকি আছে। আগামীতে (মেয়র পদে) নির্বাচিত হলে এ কাজগুলো সম্পন্ন করতে চাই।

বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের জন্য এ ফরম বিক্রি শুরু করা হয়। আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন। শেষ দিন, অর্থাৎ শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিক্রি চলবে।

এর আগে বুধবার ডিএসসিসিতে মেয়র পদে লড়তে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন দুই সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম। ডিএনসিসিতে এ পদে লড়তে বুধবারই আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধ‘মিস্টার নুর ভালো আছেন, চিকিৎসা নিয়ে লুকোচুরির কিছু নেই’
পরবর্তী নিবন্ধকৃতী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা আয়োজন ও আনন্দপাঠ পাঠাগার উদ্বোধন