দাম কমছে মোবাইল ফোনের

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো হয়েছে ২৪ শতাংশ পর্যন্ত। ফলে মোবাইল ফোনের দাম কমবে বলে মনে করা হচ্ছে।

লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম পলিমার ব্যাটারি, ভাইব্রেটর, মটর, রিসিভার, এয়ারফোন বাটন, বিভিন্ন যন্ত্রাংশের কাভার, ইউএসবি ও ওটিজি ক্যাবলসহ ৪৪টি আইটেমে শুল্ক কমানো হয়েছে।

আগে এসব উপকরণে ৫, ১০, ১৫ ও ২৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক ছিল। এখন ৪০টি উপকরণের ওপর সেটি ১ শতাংশ করা হয়েছে। আর বাকি চারটিতে ১০ শতাংশ প্রস্তাব করা হয়েছে।

দেশে মোবাইল ফোন উৎপাদন বা সংযোজনের জন্য বিভিন্ন উপকরণ আমদানিতে এই রেয়াতি সুবিধা দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৮ শতাংশ
পরবর্তী নিবন্ধবৈষম্য কমাতে সর্বজনীন পেনশন চালু করতে চাই: অর্থমন্ত্রী