দাপুটে জয়ে বার্সার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল

স্পোর্টস ডেস্ক:

স্প্যানিশ লা লিগায় জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদের মধ্যে চলছে সিংহাসন দখলের প্রতিযোগিতা। ঘুরে ফিরে এই তিন দলই উঠছে শীর্ষে।

গতকাল রোববার জিরোনাকে ২-০ গোলে হারিয়ে বর্তমান টেবিলটপার বার্সার সঙ্গে পয়েন্টে সমতা এনেছে রিয়াল। দু’দলের পরের ম্যাচেই হয়তো বদলে যাবে টেবিলের চিত্র।

টানা তিন ম্যাচের জয়হীন ধারা ভেঙে লা লিগায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের শুরুতে কিছুটা ধীরগতি দেখালেও ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিতে শুরু করে রিয়াল। কর্নার থেকে প্রতিপক্ষের ক্লিয়ার করা বল দলের অভিজ্ঞ তারকা লুকা মদ্রিচের কাছে আসে। ৪১ মিনিটে দূরপাল্লার এক অসাধারণ ভলিতে বল জাল অবধি পৌঁছে দেন মদ্রিচ।

পুরো ম্যাচজুড়ে স্বাগতিকদের আক্রমণভাগ জিরোনার রক্ষণভাগকে ব্যস্ত রাখে। ৮৩ মিনিটে কিলিয়ান এমবাপের পাস থেকে ভিনিসিয়ুস জুনিয়র দ্বিতীয় গোল করেন। জিরোনা গোলরক্ষক পাওলো গাজানিগার নিচ দিয়ে বল জালে পাঠান ব্রাজিলিয়ান তারকা।

২৫ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৪। গেল শনিবার লাস পালমাসকে ২-০ গোলে হারিয়ে ফের শীর্ষস্থান দখল করা বার্সার পয়েন্টও ৫৪। গেল শনিবার ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে আড়াই ঘণ্টার জন্য শীর্ষে ওঠা আতলেতিকো মাদ্রিদ ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান হতে পারে ‘এই সপ্তাহে’: হোয়াইট হাউস
পরবর্তী নিবন্ধমুক্তি পেয়েছে সালমান-শাবনূরের সিনেমা