দাগনভূঞায় শরীফ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি,পপুলার২৪নিউজ :
টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ফেনীর উদ্যোগে ও শরীফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বৃত্তি পরীক্ষা শুক্রবার দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের ফেনী দারুস সুন্নাহ্ মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

ফেনী দারুস সুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসা সিন্দুরপুর কেন্দ্রটি পরিদর্শন করেন সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী, দৈনিক আমাদের অর্থনীতি’র ফেনী প্রতিনিধি শাহজালাল ভূঞা, সিন্দুরপুর ইউপি মেম্বার ফোরকান উদ্দিন, এলাহীগঞ্জ মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হুদা সুমন, ফেনী দারুস সুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রহিমা বেগম প্রমুখ।

উল্লেখ্য, টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ১১টি কেন্দ্রে ১ম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত প্রায় ৫ হাজার ছাত্রছাত্রী অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধকামালের সামর্থ্য জানা আছে : বাণিজ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধঐক্যফ্রন্টের গোড়াতেই গলদ: কাদের