পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দলের প্রয়োজনে পছন্দের স্থান উইকেট কিপিং ছাড়তে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার আগে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মুশফিক বলেন, ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচ হবে। সেই ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে আমাকে দিয়ে কিপিং করানো হবে কিনা।
তিনি নিজের খেলার পজিশন প্রসঙ্গে তিনি আরও বলেন, দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত আছি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে দলে মুশফিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন টিম ম্যানেজমেন্ট।
এমনকি ক্রিকেট অপারেন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, দক্ষিণ আফ্রিকা সফরের সময় দলে মুশফিকের ভূমিকা কী হবে তা নির্দিষ্ট করে দেয়া হবে।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন টাইগাররা। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর এবং দ্বিতীয়টি ৬ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সফরকালে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে।