স্পোর্টস ডেস্ক:
সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ঘরের মাঠে ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। সামনে ঘরের মাঠে ফের ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অজিরা। কিন্তু ডেভিড ওয়ার্নার অবসরে যাওয়ার পর তার রেখে যাওয়া জায়গাটা পূরণ করতে পারেনি অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথকে দিয়ে চেষ্টা করলেও এখন পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। এমন অস্থায় আসন্ন বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দলের প্রয়োজনে অবসর ভেঙে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন ওয়ার্নার।
চলতি বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলে অবসরে গেছেন ওয়ার্নার। এরপর স্টিভ স্মিথকে দিয়ে ওপেনিং করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে অজিরা। প্রজন্মের অন্যতম সেরা ওপেনারকে ছাড়া খেলতে নামার পর তার অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে অস্ট্রেলিয়া। নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সিরিজেও ওপেনিং নিয়ে দুশ্চিন্তায় আছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা।
সে ক্ষেত্রে ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হতে আপত্তি নেই ডেভিড ওয়ার্নারের। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে যদি দল তার প্রয়োজন অনুভব করে, তবে অবসর ভেঙে ফিরতে প্রস্তুত এই বাঁহাতি ওপেনার।
ওয়ার্নার এ ব্যাপারে বলেন, ‘আমি সবসময় প্রস্তুত। শুধু একটা ফোনকলের অপেক্ষা। আমি সবসময় সিরিয়াস।’
জাতীয় দলের তিন ফরম্যাট থেকেই অবসরে নেয়া ওয়ার্নার এখনও ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেট খেলছেন। লাল বলের ক্রিকেটে দল তার প্রয়োজন অনুভব করলে শেফিল্ড শিল্ড খেলে প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন ওয়ার্নার। তিনি বলেন, ‘যদি আমাকে ওদের প্রয়োজন হয়, আমি তাহলে শেফিল্ড শিল্ডের পরের ম্যাচে মাঠে নেমে প্রস্তুত হতে তৈরি।’
৩৭ বছর বয়সে ফের টেস্ট ক্রিকেটে হঠাৎ ফেরার ইচ্ছা কেন? – সে বিষয়েই জানিয়েছেন ওয়ার্নার। তিনি বলেন, ‘আমার অবসরের পেছনে কারণ ছিল, আমি সত্যিই বিদায় জানাতে চেয়েছি। তবে যদি কাউকে না পাওয়া যায়, তাহলে আমি এগিয়ে আসতে সবসময় প্রস্তুত। এটা লুকানোর কিছু নয়।’
ওয়ার্নারের অবসরের পর স্মিথ এখন পর্যন্ত ৮ ইনিংসে ইনিংস ওপেন করেছেন। তাতে ২৮.৫০ গড়ে তিনি মোটে ১৭১ রান করেছেন। এদিকে স্মিথের পুরনো জায়গা চার নম্বরে খেলা ক্যামেরন গ্রিনও ইনজুরির কারণে মাঠের বাইরে। ভারতের বিপক্ষে সিরিজে তার খেলা নিয়েও শঙ্কা আছে। সে ক্ষেত্রে স্মিথকে তার পুরনো পজিশনে ফেরত পাঠানো হতে পারে। তখন ওপেনিংয়ে উসমান খাজার সঙ্গী কে হবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ওয়ার্নারকে কি তবে ফেরাবে অস্ট্রেলিয়া?