দর্শনা মন্দিরের তালা ভেঙ্গে চুরি, হিন্দু নেতৃবৃন্দের ঘটনাস্থল পরিদর্শন

এস কে দাস চুয়াডাঙ্গা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রামনগর কালি মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙ্গে ২ টি পাথরের শিব মুর্তি ভেবে শালগ্রাম শিলা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ২৫ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকাল ৫টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার হিন্দু নেতৃবৃন্দ।
মন্দির কমিটির সভাপতি শ্রী যাদব সরকার জানান, মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙ্গে বাবা দাদা আমলের বহুদিন ধরে রক্ষিত কষ্টিপাথর ভেবে ২ টি শালগ্রাম শিলা চুরি করে নিয়ে গেছে। প্রতিটি পাথরের ওজন হবে ১০ থেকে ১২ কেজি করে। তিনি আরও জানান, এ পাথর মূর্তি দুটিতে দীর্ঘদিন ধরে তাদের ধর্মীয় অবলম্বনের লোকজন পূজা করে আসছিল। তবে এ পাথরের কত টাকা মূল্য বা কি পাথর সে ব্যাপারে কিছু বলতে পারেননি তিনি। এ সংবাদ শুনে জেলার হিন্দু বৌদ্ধ খৃষ্টান পরিষেদের সহসভাপতি কিশোর কুমার কুন্ডু, সাধারন সম্পাদক জয়ন্ত সিংহ, দর্শনা হিন্দু পরিষদের নেতা ও মন্দির কমিটির সভাপতি উত্তম রঞ্জন দেবনাথ ও শিক্ষক সমিতির সাধারন সম্পাদক স্বরুপ দাস ঘটনাস্থল পরিদর্শন করেন । তারা দাসপাড়া এলাকার বিভিন্ন মানুষের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশ্বাস রেখে সাবধানে থাকার কথা বলেন।

 

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুর স্কুলের সুন্দর স্বাস্থ্য নিশ্চিত করনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধচুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ১