দরকার হলে র‌্যাবকে নতুন করে গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

দরকার হলে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) নতুন করে গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‌্যাব নিয়েও আলোচনা হয়েছে। এটার ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে। একটা নামের এবং আগামী সভায় এটা নিয়ে একটু চিন্তা-ভাবনা করতে হবে।

র‌্যাবের নাম পরিবর্তন হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, আগামী সভায় এটা নিয়ে সিদ্ধান্ত হবে।

সিদ্ধান্তটা আসলে কী, র‌্যাবকে নতুন করে গঠন করা কি না- এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হ্যাঁ, দরকার হলে এটা নতুন করে গঠন করা হবে।

বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের (ওএইচসিএইচআর) অনুসন্ধানী দল। গত ১২ ফেব্রুয়ারি জেনেভায় এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক ও অন্যরা।

ওই প্রতিবেদনে র‌্যাব বিলুপ্ত, ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখাসহ বিভিন্ন সুপারিশ করা হয়।

এদিকে, সোমবার রাতে রাজধানীর উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় অভিযুক্তদের সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে কি না, উন্নতির ধাপটা কেমন- এমন প্রশ্নে তিনি বলেন, উন্নতি হচ্ছে কি না এটা তো আপনারাই সবচেয়ে ভালো বলতে পারবেন।

উত্তরার ঘটনায় তিনি বলেন, উত্তরায় যে ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। তাদের অ্যারেস্ট করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় বারের মতো সুরক্ষা নিশ্চিতের বৈশ্বিক সনদ অর্জন করল জনতা ব্যাংক
পরবর্তী নিবন্ধকুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া