ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত শিশুদের মুক্তি ও জামিনের বিষয়ে হাইকোর্টের আদেশসংক্রান্ত কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছাল কিনা, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। শিশুরা মুক্তি পাচ্ছেন কিনা তাও জানতে চেয়েছেন আদালত।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দফতরে খোঁজ নিয়ে সংশ্লিষ্ট বেঞ্চের কর্মকর্তাকে হাইকোর্টকে জানানোর জন্য বলা হয়েছে। সোমবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
‘আইনে মানা, তবু ১২১ শিশুর দণ্ড’ শিরোনামে একটি প্রতিবেদন ৩১ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ছাপা হয়। প্রতিবেদনটি এদিনই আদালতের নজরে আনেন চিলড্রেন’স চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন (সিসিবি ফাউন্ডেশন) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল হালিম।
একপর্যায়ে হাইকোর্ট বলেন, আদালতের আদেশ পৌঁছেনি, অবশ্যই যেন পৌঁছে। যত দূর শুনেছি, ডেসপাস পর্যন্ত গেছে । আদালত সংশ্লিষ্ট বেঞ্চ কর্মকর্তাকে ডেকে এ বিষয়ে খোঁজ নিতে বলেন।
আদালত বলেন, আজ বেলা দুইটার মধ্যে অবশ্যই যেন আদেশ যায়।
উল্লেখ্য, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হয়ে গাজীপুরের টঙ্গী ও যশোরের পুলেরহাটের কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা ১২ বছরের কম বয়সী শিশুদের অবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দেন হাইকোর্ট। টঙ্গী ও যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কদের প্রতি এ নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডিত হয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ১২ বছরের বেশি বয়সী থেকে ১৮ বছর পর্যন্ত বয়সী শিশুদের ৬ মাসের জামিন দেন আদালত।