দখলদারত্বের রাজনীতির পরিণতি ভালো হবে না: উপদেষ্টা আসিফ

নিউজ ডেস্ক :

চাঁদাবাজি আর দখলদারত্বের রাজনীতির পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৩১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ লেখেন, চাঁদাবাজি আর দখলদারত্বের রাজনীতির যে পুনর্বাসন হচ্ছে এর পরিণতি ভালো হবে না। জনমনে ক্ষোভের জন্ম দিয়ে কিভাবে নতুন বাংলাদেশের অংশ হবেন?

পূর্ববর্তী নিবন্ধশিগগিরই সরকারের রূপরেখা প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব
পরবর্তী নিবন্ধবিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দিন: ফখরুল