দক্ষিণ চীন সাগরে উড়ল মার্কিন বোমারু বিমান

 পপুলার২৪নিউজ ডেস্ক:

বিতর্কিত দক্ষিণ চীন সাগরের উপর উড়ল মার্কিন বোমারু বিমান। শুক্রবার এক বিবৃতিতে মার্কিন এয়ার ফোর্সের তরফ থেকে জানানো হয়েছে যে চীনের দাবি করা ওই অঞ্চলের উপর দিয়ে ওড়ানো হয়েছে দুটি বোমারু বিমান।

এর আগে বৃহস্পতিবার দুটি বি-১বি জাপানি ফাইটার জেট ওড়ানো হয় দক্ষিণ চীন সাগরের উপরে। এই প্রথম আমেরিকা ও জাপান মধ্যরাতে এমন মহড়া চালাল। এই ঘটনায় চীনের কপালে ভাঁজ পড়েছে। উত্তর কোরিয়া নিয়ে চীনের সঙ্গে আমেরিকার একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। তার মধ্যেই এমন বোমারু বিমান ওড়াল আমেরিকা।

সম্প্রতি ব্যালিস্টিক মিসাইল ছু়ঁড়ে গোটা বিশ্বেই চিন্তা বাড়িয়েছে উত্তর কোরিয়া। আর তাদের এই পরীক্ষা নিয়ে অবস্থান বদলে গিয়েছে আমেরিকা এবং চীনের। বেজিংয়ের সঙ্গে সুর মিলিয়েছে মস্কোও। তারা বলছে, আপাতত বিষয়টি আপোসের পথে যাওয়াই শ্রেয়। আমেরিকা এই নিয়ে কোনও রকম আলোচনার প্রসঙ্গে ইতিবাচক সাড়া দেয়নি। বরং পাল্টা শক্তি জাহির করে মিত্র দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে বুধবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মহড়া শুরু করেছে মার্কিন প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষক, পরিচালক আছেন নেই কেবল গবেষণাগার
পরবর্তী নিবন্ধঅভিনেত্রী তরুণীকে ধর্ষণ: ইভান ৪ দিনের রিমান্ডে