দক্ষিণ কোরিয়ায় সমস্যার কেন্দ্রে থাকা সিলের মেয়ে গ্রেপ্তার

পপুলার২৪নিউজ ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় সমস্যার কেন্দ্রে থাকা সিলের মেয়ে গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার চলমান রাজনৈতিক সমস্যার কেন্দ্রে থাকা দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের বান্ধবী চই সুন-সিলের মেয়েকে ডেনমার্কে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার পুলিশ একথা জানায়।
ডেনমার্কে অবৈধ বসবাসের অভিযোগে ২০ বছর বয়সী চাং ইয়ু-রাকে গ্রেফতার করা হয়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
চাংয়ের মায়ের বিরুদ্ধে প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইকে ব্যক্তিগত সুবিধা আদায়ে ব্যবহার করার অভিযোগ রয়েছে। তিনি প্রভাব খাটিয়ে তার মেয়ে চাংকে কোরিয়ার একটি শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করান।
কয়েক সপ্তাহের বিক্ষোভের পর গত ৯ ডিসেম্বর পার্লামেন্টে পার্ককে অভিশংসন করার ব্যাপারে ভোট হয়।
দুই নারীই তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেন। তবে তারা একই সঙ্গে ক্ষমাও চান।
দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ চাংকে খোঁজার জন্য ইন্টারপোলের সাহায্য চেয়েছিল।
এই কেলেঙ্কারিতে তার কি ভূমিকা ছিল তা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন ছিল।
সাবেক জাতীয় অশ্বারোহী চাংকে দক্ষিণ কোরিয়ার কাছে হস্তান্তরের পরিকল্পনা করা হচ্ছে। তার মা চোইকে আগেই আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনিজের মাথায় মদের বোতল ভেঙে মৃত্যু
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতির সঙ্গে আ’লীগের সংলাপ ১১ জানুয়ারি