দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৮৫

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়ার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৮৫ জনে পৌঁছেছে।

এর আগে দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়।

এ ঘটনায় প্রাথমিক ভাবে অন্তত ২৯ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে দেশটির দক্ষিণ জিওলা প্রদেশে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু বহনকারী ওই উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিধ্বস্ত হয়েছে।

জেজু এয়ারের ২২১৬ ফ্লাইটটি থাইল্যান্ড থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার নিউজ এজেন্সি নিউজ ওয়ান জানিয়েছে, দুজনকে জীবিত এবং ৫৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জরুরি পরিষেবাগুলো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৬২
পরবর্তী নিবন্ধবিপিএলের টিকিটমূল্য প্রকাশ, অনলাইন-অফলাইনে কিনবেন যেভাবে