দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৬২

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে।

দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, জেজু এয়ারের ওই ফ্লাইটে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। থাইল্যান্ডের ব্যাংকক থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

নেমে আসার পর উড়োহাজটি রানওয়ে থেকে বেরিয়ে গিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খায়।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, উড়োজাহাজের আরোহীদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

ফ্লাইটের আরোহীদের মধ্যে ১৭৩ জনই ছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক, বাকি দুজন থাই।

বিবিসি লিখেছে, এই দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় গণমাধ্যম বলছে, বিমানবন্দরে অবতরণের সময় পাখির সঙ্গে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

পূর্ববর্তী নিবন্ধনতুন বছরে মাধ্যমিকে যেভাবে ক্লাস-পরীক্ষা ও মূল্যায়ন
পরবর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৮৫