দক্ষিণ আফ্রিকা সফরেই অনন্য উচ্চতায় তামিম?

পপুলার২৪নিউজ ডেস্ক :

ক্রিকেটের তিন ফরম্যাটেই টাইগারদের নাম্বার ওয়ান ব্যাটসম্যান ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ওয়ানডে, টেস্ট এবং টি২০ ক্রিকেটে দেশের পক্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ড তার ঝুলিতে। তার সেই ঝুলিকে আরও সমৃদ্ধ করতে চলেছেন তামিম।

আর সেটা সম্ভব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে। ৫১ টেস্টের ৯৮ ইনিংসে তামিম ইকবালের রান সংখ্যা ৩ হাজার ৮৪৭।  আর ১৫৩ রান করতে পারলেই প্রথম ব্যাটসম্যান হিসেবে চার হাজারি ক্লাবে প্রবেশ করবেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে ২ হাজার ও ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ড আছে হাবিবুল বাশারের দখলে।

এবার ৪ হাজার রানের মাইলফলকে পৌঁছানো প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে লেখা হবে তামিমের নাম।

পূর্ববর্তী নিবন্ধএবার বিগ বস মাতাবেন এই নারী তান্ত্রিক
পরবর্তী নিবন্ধআরও দুদিন বৃষ্টি চলতে পারে