দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

পপুলার২৪নিউজ ডেস্ক:
34দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

শনিবার রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দল ঘোষণা করা হয়।

সোমবার বাংলাদেশ সফরে আসবে প্রোটিয়া নারী ক্রিকেট দল।

আগামী ১২ জানুয়ারি কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি সিরিজের বাকি চারটি ম্যাচ একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

১৬ সদস্যের বাংলাদেশ নারী দল:

রুমানা আহমেদ (অধিনায়ক), জাহানারা আলম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, শারমিন আক্তার, ফারজানা হক, নার্গিস আক্তার, খাজিদা-তুল-কুবরা, নুজহাত তাসনিয়া টুম্পা (উইকেটরক্ষক), রিতু মনি, সালমা খাতুন, শায়লা শারমিন, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, লতা মন্ডল।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীর আত্মহত্যার একদিন পর স্বামীরও আত্মহত্যা
পরবর্তী নিবন্ধজামালপুরে এমপিওভুক্ত বেসরকারী শিক্ষকদের মানববন্ধন