দক্ষিণী সিনেমা অভিনেতা তারকা নাথ মারা গেছেন

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা তারকা নাথ মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন কোমায় ছিলেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৯ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন— ‘হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ছিলেন তারকা নাথ। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।’

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত মাসে তারকা নাথ অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার কুপামা টিডিপি সাধারণ সম্পাদক নারা লোকেশের যুবগালাম পদযাত্রায় অংশ নিয়েছিলেন। সে সময়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত তাকে কুপামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ব্যাঙ্গালুরুর নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল।

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রয়াত বরেণ্য অভিনেতা এনটি রামা রাওয়ের নাতি তারকা নাথ। তার বাবার নাম নান্দামুরি মোহন কৃষ্ণা; জুনিয়র এনটিআরের চাচাত ভাই।

মৃত্যুকালে তারকা নাথ স্ত্রী আলেখ্যা ও এক কন্যা রেখে গেছেন। তারাকা নাথের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভারতীয় শোবিজ ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির পাশাপাশি অনেক তারকাই শোক প্রকাশ করেছেন।

তারকা নাথ বা তারকা রত্ন ‘অমরাবতী’ এবং ওয়েব সিরিজ ‘৯ আওয়ার্স’-এ অভিনয়ের জন্য পরিচিত লাভ করেন। রাজনীতিতে আসার আগে তারকা রত্নর অভিনয় দুনিয়ায় অভিষেক হয়। ‘ওকাতো নম্বর কুরাড়ু’সহ বেশ কয়েকটি তেলগু সিনেমায় অভিনয় করেছিলেন। তবে রুপালি পর্দার চেয়ে রাজনীতির মাঠে নেমে অধিক খ্যাতি কুড়িয়েছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধওসাসুনাকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল
পরবর্তী নিবন্ধআগামীকাল ঢাকায় আসছেন হাথুরুসিংহে