বিনোদন ডেস্ক : ‘ইন্ডিয়ান অব দ্য ইয়ার ২০২২’ জিতেছেন দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু অর্জুন। ‘পুষ্পা’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। দক্ষিণী তারকা হিসেবে আল্লু অর্জুন প্রথম অভিনেতা যে এই পুরস্কার পেলেন। বুধবার (১২ অক্টোবর) দিল্লিতে এ পুরস্কার প্রদান করা হয়। সেখানে উপস্থিত হয়ে সম্মাননা স্মারক গ্রহণ করেন এই অভিনেতা।
নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, পাঁচটি বিভাগে এই সম্মাননা দেওয়া হয়েছে। তা হলো—সোশ্যাল চেঞ্জ, ক্লাইমেট ওয়ারিয়র, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস, স্টার্টআপস। এন্টারটেইনমেন্ট বিভাগে আল্লু অর্জুন পুরস্কার পেয়েছেন। তা ছাড়াও এ বিভাগে আরো পুরস্কার পেয়েছেন—বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, কার্তিক আরিয়ান, বিবেক অগ্নিহোত্রী ও ট্রিপল আর টিম।
সিএনএন-নিউজ১৮ যৌথভাবে এই পুরস্কার প্রদান করে থাকে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের গুরত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‘পুষ্পা’ মুক্তির পর এ সিনেমার দ্বিতীয় পার্ট নির্মাণের কাজে হাত দিয়েছেন নির্মাতা সুকুমার। ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং খুব শিগগির শুরু হবে। এতে অংশ নেবেন আল্লু অর্জুন ও অন্যরা।
শোনা যাচ্ছে, প্রথম সিনেমার সাফল্যের পর দ্বিতীয়টিতে বড়সড়ো পরিবর্তন আনছেন পরিচালক সুকুমার। সিনেমাটির ক্লাইম্যাক্স দৃশ্যেও থাকবে দর্শকদের জন্য চমক। আল্লু অর্জুনের লুক নিয়েও নতুন করে ভাবনা চিন্তা করা হচ্ছে। এছাড়া ফাহাদ ফাসিলের চরিত্রকেও একটু বেশি গুরুত্ব দেওয়া হবে।