থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

পপুলার২৪নিউজ ডেস্ক:

থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সার্ভিস ফের চালু করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের সব মোবাইল ফোন অপারেটরকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালু রাখার নির্দেশ দেয়।

জানা গেছে, সকাল ৮টার কিছু পর থ্রিজি ও ফোরজি চালুর ব্যাপারে বিটিআরসি থেকে নির্দেশনা আসে। এর পরই থ্রিজি ও ফোরজি চালুর প্রক্রিয়া শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে বিটিআরসি নির্দেশ দেয়-পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখতে হবে।

এই নির্দেশনার পর টুজি ইন্টারনেট সেবা চালু ছিল। টুজি ইন্টারনেটে টেক্সট পাঠানো ও গ্রহণ করা গেলেও ছবি ও ভিডিও পাঠানো সম্ভব নয়।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ায় জাহাজ ডুবে বাংলাদেশি নিহত
পরবর্তী নিবন্ধঢাকা-ময়মনসিংহে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু