থিসারা পেরেরাকে নিয়ে মালিঙ্গার স্ত্রী বিস্ফোরক বক্তব্য

পপুলার২৪নিউজ ডেস্ক

শ্রীলংকান ক্রিকেট শিবিরে চলছে চরম অস্বস্তিকর এক পরিস্থিতি। অনেকটাই বিব্রতকর অবস্থায় পড়েছেন দলের বর্তমান অধিনায়ক লাসিথ মালিঙ্গা।

মূলত ফেসবুকে মালিঙ্গার স্ত্রী তানিয়ার একটি পোস্ট নিয়ে লংকান ক্রিকেটে তুলকালাম শুরু হয়েছে।

তানিয়ার ওই পোস্ট শ্রীলংকার ক্রিকেট বোর্ড পর্যন্ত গড়িয়েছে।

শ্রীলংকার তারকা অলরাউন্ডার থিসারা পেরারাকে নিয়ে একটি পোস্ট করেছেন তানিয়া।

সেখানে তিনি অভিযোগ করেন, জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন থিসারা পেরেরা।

সেখানে মন্ত্রীকে নিজের দুর্দান্ত ফর্মের কথা জানান পেরেরা।

এটা করেই ক্ষান্ত হননি তিনি, এ বিষয়ে বোর্ডের কাছে চিঠিও দিয়ে নাকি নিজের ফর্মের কথা জানিয়েছেন পেরেরা।

সামাজিক মাধ্যমে মালিঙ্গার স্ত্রীর এমন পোস্টে প্রবল আপত্তি জানিয়েছেন পেরেরা।

তিনি বোর্ডকে এ বিষয়ে চিঠিও লিখেছেন।

সেই চিঠি পেরেরা তার ফেসবুক অ্যাকাউন্টেও পোস্ট করেছেন।

যেখানে তিনি লিখেছেন, যখন অধিনায়কের স্ত্রীই ফেসবুকে এমন সব কথা লেখেন, ‘তখন সবাই বিষয়টিকে সত্যি হিসেবে নিয়েছেন। অথচ পুরো বিষয়টিই বানোয়াট।

তার বিরুদ্ধে মালিঙ্গার স্ত্রীর এমন কুৎসা রটানোতে দলের জন্য অনেক ক্ষতি বয়ে আনবে জানিয়ে পেরেরা বলেন, ‘এ ঘটনায় দলের দলের তরুণদের বেশি করে অস্বস্তিতে ফেলেছে।

দলের সিনিয়দের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকলে দল হিসেবে খেলা কঠিন বলে মন্তব্য করেন তিনি।

মালিঙ্গার স্ত্রীর এমন পোস্টে দলের মধ্যে স্থিরতা আর একতা প্রায় হারিয়ে বসেছে বলে দাবি করেন তিনি।

পেরেরা এসব মন্তব্যের পর লংকান ড্রেসিংরুমে একটা থমথমে অবস্থার তৈরি হয়েছে।

সব মিলিয়ে বিশ্বকাপের আগে দল গোছানের বদলে আরও বিচ্ছিন্নতাই বাড়ছে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নিজ বাসা থেকে চিকিৎসকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধভারতের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় হার