থাইল্যান্ডে ট্রেনের ধাক্কায় নিহত ১৭

পপুলার২৪নিউজ ডেস্ক: থাইল্যান্ডে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। হতাহতরা সবাই বাসের যাত্রী।

রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে রাজধানী ব্যাংককের প্রায় ৫০ কিলোমিটার পূর্বাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।

পুলিশ জানিয়েছে, বাসের যাত্রীরা চা চোয়েং সাও প্রদেশের একটি বৌদ্ধ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের যোগ দিতে যাচ্ছিলেন।

জেলা পুলিশ প্রধান জানিয়েছেন, বাসের যাত্রীরা বৌদ্ধ ধর্মাবলম্বীর সমাপ্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য চা চোয়েং সাও প্রদেশের একটি মন্দিরে যাচ্ছিলেন। রাজধানী ব্যাংকক থেকে রওনা হওয়ার দুই ঘণ্টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এতে ১৭ জন নিহত হয়েছেন।

প্রদেশের গভর্নর মৈত্রী ত্রিতিলানন্দ সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনায় ২৯ জন বাসযাত্রী আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঅর্থ আত্মসাত: চট্টগ্রাম আদালতে নেয়া হচ্ছে সাহেদকে
পরবর্তী নিবন্ধপদ্মাসেতুর ৪ হাজার ৮০০ মিটার দৃশ্যমান