পপুলার২৪নিউজ ডেস্ক:
থাইল্যান্ডের পাতানি’র একটি শপিং মলে জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন আহত হয়েছে। দেশটির মোয়াং জেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এই হামলার সঙ্গে একটি পিকআপ ট্রাক জড়িত আছে। আহতদের অবস্থা মারাত্মক বলেও উল্লেখ করা হয়। তথ্যসূত্র: ডেইলি স্টার ইউকে
প্রথম বোমা বিস্ফোরণের পর সবাই তাড়াতাড়ি করে বিল্ডিং থেকে বের হয়ে আসার পর পরই অন্য বোমাটি ফাটানো হয়। পুরো এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। বিভিন্ন বৈদেশিক কার্যালয়গুলো সবাইকে পাতানি ভ্রমণ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে।
পুলিশ কমান্ডার রোনাস্লিপ পুসারা বলেন,‘ট্রাকটি প্রথমে শপিং সেন্টারের পাশে পার্ক করা হয়। এরপর শপিং মলে প্রথম বোমাটি বিস্ফোরিত হওয়ার পরপরই ট্রাকটি বিস্ফোরিত হয়। এটি একটি গাড়ি বোমা হামলা কিন্তু আমরা এখনো বিস্তারিত তথ্য পাই নি।’
পাতায়ার কাছাকাছি দেশটির দক্ষিণ সীমান্তের এই শহরটিতে ২০০৪ সাল থেকেই সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। গতমাসে এই অঞ্চলের প্রধান ইসলামিক সংস্থা ‘ইসলামিক বারিসান রিভোলসি ন্যাসিওনাল’ এর সঙ্গে থাইল্যান্ডের বৌদ্ধ সরকার শান্তি আলোচনা করতে প্রত্যাখান করে।