থাইল্যান্ডকে হারিয়ে যুব বিশ্বকাপ কাবাডি শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : ইরানের উর্মিয়া শহরে মঙ্গলবার শুরু হয়েছে দ্বিতীয় যুব বিশ্বকাপ কাবাডি। ১২ জাতির এই টুর্নামেন্টে এক গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত। ‘সি’ গ্রুপের অন্য দল থাইল্যান্ড।

সোমবার সন্ধ্যায় দলগুলোর ম্যানেজার্স মিটিংয়ে গ্রুপিং চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৬৯-৪৩ পয়েন্টে জিতেছে।

১ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে।

গ্রুপিং
‘এ’ গ্রুপ: ইরান, চাইনিজ তাইপে, উগান্ডা।
‘বি’ গ্রুপ: কেনিয়া, ইরাক, ফিলিস্তিন।
‘সি’ গ্রুপ: বাংলাদেশ, থাইল্যান্ড, ভারত।
‘ডি’ গ্রুপ: পাকিস্তান, নেপাল, জর্জিয়া।

বাংলাদেশ দল
রোহন মিয়া, তসলিম উদ্দিন, জুয়েল ইসলাম, আবু রায়হান, ইব্রাহিম খলিল, মাহবুবুর রহমান ইমরান, মো. ফেরদৌস, আবুজার সরকার, উজ্জাপন চাকমা, নাহিদ হাসান, শাহ মোহাম্মেদ শাহান, মহিম হোসাইন।

স্ট্যান্ডবাই : ফাহিম আলী, মিনহাজুল রাব্বী ও তামবীর মিয়া।

 

পূর্ববর্তী নিবন্ধ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জয়ীরা কে কতো ভোট পেলেন
পরবর্তী নিবন্ধ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট অন্যের হাতে, কষ্টে ভুবন বাদ্যকর