পপুলার২৪নিউজ ডেস্ক:
ত্রুটিপূর্ণভাবে প্রতিস্থাপিত কৃত্রিম স্তনকে নিরাপদ বলে স্বীকৃতি দেয়ার দায়ে জার্মানির প্রতিষ্ঠান ‘টিইউভি রাইনল্যান্ডকে’ ৬০ লাখ ইউরো জরিমানা করেছেন ফ্রান্সের একটি আদালত।
জরিমানার এ অর্থ কৃত্রিম স্তন প্রতিস্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত ২০ হাজার নারীর মাঝে বণ্টন করতে বলেছেন আদালত।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রতিষ্ঠান পলি ইমপ্লান্ট প্রোথেস (পিআইপি) নিম্নমানের সিলিকন দিয়ে স্তন প্রতিস্থাপন করে বলে ২০১০ সালে ব্যাপকভাবে অভিযোগ ওঠে। তবে এ অভিযোগের আগেই পিআইপির ৮০ ভাগ কৃত্রিম স্তন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
যেসব প্রতিষ্ঠান পিআইপির স্তন প্রতিস্থাপনকে নিরাপদ বলে সনদ দিয়েছিল তার অন্যতম টিইউভি। এ কারণে দক্ষিণ ফ্রান্সের তাউলুন বাণিজিক্যক আদালত প্রতিষ্ঠানটিকে ক্ষতিগ্রস্ত ২০ হাজার নারীর প্রত্যেককেই তিন হাজার ইউরো করে জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, পিআইপি যেসব কৃত্রিম স্তন প্রতিস্থাপন করেছে তা ছিদ্র হয়ে গেলে বা ফেটে গেলে এর ভেতরে ব্যবহৃত সিলিকন জেল বের হয়ে পড়ে, যা চিকিৎসাজনিত সমস্যা তৈরি করে।
যুক্তরাজ্য থেকে ২০১২ সালের জুনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্য প্রতিষ্ঠানের তুলনায় পিআইপির প্রতিস্থাপিত স্তনের ছিদ্র হয়ে যাওয়ার হার দ্বিগুণ।
পিআইপির এ কেলেংকারির কারণে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানী, ভেনেজুয়েলা এবং ব্রাজিলসহ বিশ্বের ৬৫ দেশের তিন লাখ নারী ক্ষতিগ্রস্ত হয়েছেন।