ত্রিশালে ট্রাকচাপায় সন্তান প্রসব, অন্তঃসত্ত্বার মৃত্যু

ত্রিশাল প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তঃসত্ত্বার বাচ্চা প্রসব হয়ে যায়। দুর্ঘটনায় বাচ্চাটির একটি হাত ভেঙে গেছে। শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার রায়মনি এলাকার জাহাঙ্গীর আলম তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না আক্তার ও তাদের ছয় বছরের মেয়ে সন্তান সানজিদা।

ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন বলেন, নিহত দম্পতি তাদের ছয় বছরের সন্তান নিয়ে ঐ অন্তঃসত্ত্বার আল্ট্রসনোগ্রাফি করাতে এসেছিল। এ সময় রাস্তা পাশেই ময়মনসিংহগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও সন্তান মারা যান। এ সময় ঐ অন্তঃসত্ত্বার বাচ্চা প্রসব হয়ে যায়। বাচ্চাটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরো বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচারদিকে তাকালে মনে হয় দেশটা আফগানিস্তান হয়ে গেছে : মেনন
পরবর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে দরকার ১৭৯ রান