তৌহিদের আঙুলে ৮ সেলাই, দুই সপ্তাহ বিশ্রামের পরামর্শ

স্পোর্টস ডেস্ক : সিলেট স্ট্রাইকার্সের জন্য বড় ধাক্কা। তাদের এই আসরের সেরা পারফর্মার তৌহিদ হৃদয় চোটে পড়েছেন। ফিল্ডিংয়ের সময় আঙুলে আঘাত পান তিনি, পরে আটটি সেলাই পড়েছে। তাকে দুই সপ্তাহের বিশ্রামে থাকতে হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।

মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন তৌহিদ। ১২তম ওভারে রেজাউর রাজার দ্বিতীয় বলে নাসির হোসেনের শট এসে আঙুলে লাগে তার। রক্ত ঝরতে দেখা যায়। পরে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

দলের মেডিক্যাল টিম জানিয়েছে, নিয়মিত ক্ষতস্থান ড্রেসিং করতে হবে তৌহিদকে। প্রতিদিন ফলোআপ করা হবে। তাই আগামী দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে টানা তিনটি হাফ সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানকে।

সিলেটের টানা চার জয়ে হ্যাটট্রিক ফিফটি করেন তৌহিদ। চোট পাওয়ার ম্যাচে আগে ব্যাট করতে নেমে ঢাকা তার ৪৬ বলে ৮৪ রানের ইনিংসে দুইশ ছাড়ায়। ম্যাচটি তারা জেতে ৬২ রানে। ম্যাচসেরা হন তৌহিদ, তার বদলে পুরস্কার নিতে মঞ্চে যান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এর আগে কুমিল্লা ও বরিশালের বিপক্ষে ৫৬ ও ৫৫ রান করেন তৌহিদ। ম্যাচসেরাও হয়েছেন টানা তিন ম্যাচ।

 

পূর্ববর্তী নিবন্ধনেচে-গেয়ে ফুটবল মাঠ মাতালেন অপু বিশ্বাস
পরবর্তী নিবন্ধর‌্যাশফোর্ডের জোড়া গোলে লিগ কাপের সেমিতে ম্যানইউ