পপুলার২৪নিউজ প্রতিবেদক:
যারা জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘তোমরা ভুল করছ, তোমরা ফিরে এসো, এটা কোনো পথ নয়, অন্ধকারে হারিয়ে যেও না।’
রোববার দুপুরে তেজগাঁও ১ নম্বর রেলগেট সংলগ্ন ইসলামী মিশন মাঠে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রী রহমতে আলম মিশন পরিচালিত মদীনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার ১০-তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আসাদুজ্জামান খান বলেন, কে বিশ্বব্যাপী জঙ্গি উত্থান হচ্ছে সেটা বুঝতে হবে। একটি অপশক্তি ইসলামকে জঙ্গি ধর্ম বানানোর চেষ্টা করছে। মুসলমানদের জঙ্গি বানানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধে সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। উচ্চকণ্ঠে কণ্ঠে বলতে হবে, ইসলামে হত্যাকারী ও জঙ্গীদের কোনো স্থান নেই।
অনুষ্ঠানের সভাপতি সরকারদলীয় সাংসদ এ বি এম গোলাম মোস্তফা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই সরকার মাত্র অল্প সময়ের মধ্যে জঙ্গি নিয়ন্ত্রণ করেছে। পৃথিবীর বহু দেশই এটা পারেনি।
অনুষ্ঠানে বাংলাদেশে ইরানের দূতাবাসের কাউন্সিলর মুসা হোসাইনী, রহমতে আলম মিশন এতিমখানার সাধারণ সম্পাদক জহিরুল হক, মাওলানা আবদুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।