তেলেঙ্গানা রাজ্যের কংগ্রেস প্রধান হলেন আজহারউদ্দিন

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতের ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন এবং সাবেক সাংসদ মোহাম্মদ আজহারউদ্দিনকে তেলেঙ্গানা রাজ্যের কংগ্রেস প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব প্রদান করেন। এর মধ্য দিয়ে ১৮ বছর পর বড় কোন পদ পেলেন সাবেক এ দেশসেরা ক্রিকেটার।

আজহারউদ্দিন সাংবাদিকদের বলেন, ভীষণ ভাল লাগছে। এ জন্য আমি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এই দায়িত্ব দেয়ার জন্য।

রাজ্যের কংগ্রেস প্রধানের দায়িত্ব পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক হাত নিলেন আজহার।

তিনি বলেন, ওই দলটা (বিজেপি) তো কেবল মূর্তি বসিয়ে যাচ্ছে! ৩ হাজার ৬০০ কোটি টাকা খরচ করে মূর্তি বানিয়ে কী হয়েছে বলুন তো! মানুষ খেতে পাচ্ছে না। খাবার নেই।

পানি নেই। হাসপাতাল নেই। ওরা এই সাড়ে ৩ হাজার কোটি টাকার মূর্তি দিয়ে কী করবে? ৪০ বছর আগে মূর্তি বসালে ভাল লাগত। সেই জমানা চলে গেছে। আজকের জমানা ও রকম নয়।

কংগ্রেস যখন সরকার আসবে, তখন উন্নয়ন হবেই। কারণ, কংগ্রেস একটা ধর্ম নিরপেক্ষ দল এবং তারা উন্নয়নে বিশ্বাস করে। যেখানে যা উন্নয়ন দেখছেন, সব কংগ্রেসের আমলেই হয়েছে। পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে যত বড় বড় কাজ হয়েছে, সব।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে সৌদি দূতাবাসের সড়কের নাম হচ্ছে জামাল খাশোগি সড়ক
পরবর্তী নিবন্ধমাহমুদউল্লাহর অনিন্দ্যসুন্দর সেঞ্চুরি