তেজগাঁও টিকাকেন্দ্রে হট্টগোল, নারী আহত

নিজস্ব প্রতিবেদক:

করোনার টিকা নেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে রাজধানীর তেজগাঁও জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে। এসময় হুড়োহুড়িতে একজন নারী আহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিছুক্ষণ বন্ধ থাকার পর আবারও টিকা দেওয়া শুরু হয়েছে।

জানা গেছে, মডার্না ও কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে এই হট্টগোলের সৃষ্টি হয়। তবে একই কেন্দ্রের অন্য বুথে সিনোফার্মের প্রথম ডোজের কার্যক্রম চলছে।

টিকা নিতে আসা এক প্রত্যক্ষদর্শী জানান, ওই কেন্দ্রে আজ সকাল ৯টা থেকে মডার্না ও কোভিশিল্ডের টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু টিকা আসে সাড়ে ১০টার পর। এরপর সিরিয়াল ভেঙে কিছু মানুষ টিকা নেওয়া শুরু করলে ভোর থেকে অপেক্ষায় থাকা অন্যরা ক্ষোভে ফেটে পড়ে। পরে হুড়োহুড়ি করে বুথে ঢুকতে গিয়ে কাচের গেট ভেঙে ফেলে। এসময় কাচের আঘাতে এক নারীর ঠোঁট ও মুখের কিছু অংশ কেটে যায়।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নুরুল হক বলেন, সাধারণ মানুষ অতি উৎসাহী হয়ে এমন ঘটনা ঘটিয়েছে।

সিরিয়াল ব্যবস্থাপনার অভাবে এমনটা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা চেষ্টা করছি সুষ্ঠু ব্যবস্থাপনার। তবে আজ কী হয়েছে, সে বিষয়ে সার্বিক খোঁজ নিয়ে জানাবো।

পূর্ববর্তী নিবন্ধকাবুল বিমানবন্দরে মার্কিন সেনাদের ফাঁকা গুলি
পরবর্তী নিবন্ধনিজে বিক্রি হয়ে ভারতে গিয়ে মেয়েকে উদ্ধার করে ফিরলেন মা