তেজগাঁওয়ে অপরিশোধিত পানির ২২০০ জার ধ্বংস

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

অপরিশোধিত খাবার পানি বাজারজাত করায় রাজধানীর তেজগাঁওয়ে সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই হাজার ২০০ জার ধ্বংস করা হয়েছে। অভিযানের পর ছয়টি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

মঙ্গলবার পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) ও র‍্যাব হেডকোয়ার্টার এ অভিযান পরিচালনা করেন ।

এ সময় সাতটি প্রতিষ্ঠানের ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ফিউচার ফুড অ্যান্ড বেভারেজের আব্বাস উদ্দিনকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। স্টেশন রোড ফুড ব্যবসায়ী মালিক সমিতি মার্কেটের মো. কালু, সেলিম ও গোলাম রাব্বিকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

একই মার্কেটের মোহাম্মদ আলী ও মো. রনিকে ৯ মাস করে, আব্দুর রহমান, সুজন ও রুবেলকে ছয় মাস করে এবং সারোয়ারকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দুটি অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, আই ড্রিংকিং ওয়াটারের মাহমুদুল হাসান ও জাহাঙ্গীরকে ৫০ হাজার টাকা করে, কোল্ড বেভারেজ ড্রিংকিং ওয়াটারের এফ এম নাছির উদ্দিনকে এক লাখ টাকা, ক্রিম সুইটয়েঢর হারুন অর রশীদকে ৫০ হাজার টাকা, নবজীবন ড্রিংকিং ওয়াটারের জয়নাল আবেদীনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক পাট প্রতিমন্ত্রী এবিএম শাহজাহান আর নেই
পরবর্তী নিবন্ধজাপানের প্রধানমন্ত্রীকে জুতায় খাওয়ালেন নেতানিয়াহু!