পপুলা২৪নিউজ প্রতিবেদক :
জাসদ একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ধর্মের অপব্যাখ্যাকারী তেঁতুল হুজুর গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের সোচ্চার হতে হবে। কারণ এরা ধর্মের নামে দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে। তারা শ্রমিকদের মধ্যেও বিভেদ সৃষ্টি করতে চায়।
সোমবার জিপিওর সামনে বঙ্গবন্ধু এভিনিউয়ে মহান মে দিবসে জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের শ্রমিক সমাবেশে ইনু এসব কথা বলেন।
শ্রমিক ঐক্য ও ট্রেড ইউনিয়ন শুধু শ্রমিক স্বার্থের পাহারাদার না, সুস্থ শিল্প সম্পর্কেরও গ্যারান্টি উল্লেখ করে ইনু বলেন, শ্রমিক শ্রেণি মানবসভ্যতার বিকাশ ও অগ্রযাত্রার মূল চালিকা শক্তি, কারিগর। শ্রমিক শ্রেণির অবদান ও অধিকার অস্বীকার করে সমাজ এগোতে পারে না।
তথ্যমন্ত্রী বলেন, শ্রমিকবান্ধব রাজনীতি, শ্রমিকবান্ধব অর্থনীতিই কেবল মাত্র বৈষম্যহীন সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারে। প্রাতিষ্ঠানিক খাতের বাইরে অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিককে শ্রমিক হিসাবে স্বীকৃতি ও আইনসম্মত অধিকার দিতে হবে।
জাসদ নেতা বলেন, ‘শ্রম আইন বাস্তবায়নে গাফিলতি বন্ধ করতে হবে। বাজারের সাথে সামঞ্জস্য রেখে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ ও কর্মক্ষেত্রে শ্রমিকের জীবন ও দেহের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য সরকার-মালিক-শ্রমিক সবাইকে এক সাথে কাজ করতে হবে।’
সমাবেশে বক্তব্য রাখেন জাসদ একাংশের সাধারণ সম্পাদক শিরীন আখতারও। তিনি বলেন, ‘ক্ষতিপূরণ কখনোই শ্রমিকের জীবনের বিনিময় হতে পারে না। কর্মক্ষেত্রে শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
শ্রমিক সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, সহ-সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আহসান হাবীব শামীম প্রমূখ।