তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে শিমুল বিশ্বাস

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে নাশকতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় রিমান্ডে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার রমনা থানায় পুলিশের দায়ের করা নাশকতার এক মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় দণ্ডের পর খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার দিন আদালত প্রাঙ্গণ থেকেই গ্রেফতার করা হয়েছিল শিমুল বিশ্বাসকে।

এরপর শাহবাগ থানার নাশকতার দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দফায় তাকে ১০ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে শিমুল বিশ্বাসকে বৃহস্পতিবার আদালতে হাজির করে রমনা থানার নাশকতার এই মামলায় ১০ দিনের রিমান্ডে চান তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার এসআই সাইফুল ইসলাম খান।

আসামিপক্ষে সানাউল্লাহ মিয়াসহ কয়েকজন আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে তার জামিন প্রার্থনা করেন।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে শিমুল বিশ্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শিমুল বিশ্বাসের নামে ২০টি নাশকতার মামলা রয়েছে বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
পরবর্তী নিবন্ধকোরআনেও এতিমের হক দিতে বলা হয়েছে: প্রধানমন্ত্রী